স্তন ক্যান্সার: ঝুঁকি, লক্ষণ ও প্রতিরোধ

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে স্তন ক্যান্সারের রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে। মহিলারা যে ধরনের ক্যান্সারে আক্রান্ত হন, তার মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বেশি। বিশেষ করে চল্লিশোর্ধ্বরা এ রোগে বেশি আক্রান্ত হন। তবে খুব অল্প সংখ্যক পুরুষও স্তন ক্যান্সারে আক্রান্ত হন। এ রোগটি খুব দ্রুত শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে জীবন পড়ে যায় মারাত্মক ঝুঁকিতে। তাই জীবনকে নিরাপদ রাখতে আগে থেকেই চিকিৎসকের শরাণপন্ন হতে হবে।
//অনলাইন এ মে ডি সি ন অর্ডার করতে নি চে র লি ংক ক্লি ক করুন
স্তন ক্যান্সার
শরীরের কোনো স্থানে অনিয়ন্ত্রিতভাবে কোষ বৃদ্ধি পাওয়াকে ক্যান্সার বলা হয়। আর স্তন ক্যান্সার হলো: স্তনের কোনো স্থানে কোষ অতিরিক্ত বৃদ্ধি পাওয়া। অর্থাৎ স্তনে অনিয়ন্ত্রিতভাবে কোষ বেড়ে যাওয়া। স্তন ক্যান্সার শুধু স্তনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি শরীরের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে। ক্যান্সারের ছড়িয়ে পড়ার ক্ষমতা অনেক বেশি। এজন্য ক্যান্সারকে মরণঘাতী হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানুষ এটিকে ভয়ানক মনে করে। তারা মনে করে ক্যান্সার হলে আর উদ্ধার নেই। যদিও কথাটা সত্য নয়, বরং এর ছড়িয়ে যাওয়ার ক্ষমতাটাই প্রধানত সমস্যা।
যেসব কারণে স্তন ক্যান্সার হয়
স্তন ক্যান্সারের নির্দিষ্ট কোনো কারণ নেই। তবে গবেষণায় কিছু কারণ দেখতে পাওযা যায়, তা হলো: হরমোন জনিত সমস্যা, সেক্সচুয়াল সমস্যা, বয়স ৪০ এর উপরে গেলে, স্থুলতা, মাসিকে বিলম্ব, দেরিতে সন্তান গ্রহণ, শিশুকে বুকের দুধ না খাওয়ানো এবং বংশগত