Facebook
Twitter
LinkedIn
Instagram
Tumblr

Carica Papaya Leaf Extract

Indications

কারিকা পাপায়া লিফ এক্সট্রাক্ট নিম্ন বর্ণিত রােগসমূহে নির্দেশিত-
  • থ্রম্বােসাইটোপেনিয়া ( প্লাটিলেট সংখ্যা কমে যাওয়া ) যা ডেঙ্গুজ্বর দ্বারা উদ্ভুত।
  • থ্রম্বােসাইটোপেনিয়া ( প্লাটিলেট সংখ্যা কমে যাওয়া ) যা কেমােথেরাপি হতে সংঘটিত। এছাড়াও 
  • খাবারের রুচি বাড়ায় 
  • হজমে সহায়ক
  • কোষ্ঠকাঠিন্য দূর করে 
  • পাকস্থলি ও কোলনের প্রদাহ কমায় 
  • যকৃত পরিষ্কার রাখে 
  • রােগপ্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি করে 
  • ব্রণ দূর করে 
  • সুস্থ্য ও সুন্দর ত্বক নিশ্চিত করে 
  • মাসিকের ব্যথা দূর করে।

Pharmacology

কারিকা পাপায়া উদ্ভিদ গােত্রের কারিকাসিয়া গণ এর অন্তর্গত বাণিজ্যিকভাবে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ একটি ফল জাতীয় ফসল। প্রচুর গবেষণা হয়েছে এই উদ্ভিদটির বিভিন্ন অংশের কার্যকারিতা নিয়ে যেমন- পাতা, ফল, ফলের খােসা, বীজ, কান্ড, মূল ও তরুক্ষীরের। বিবেচনা করা হয় যে পেঁপে পাতা নন- টক্সিক কারণ এর লিথাল ডােজ হচ্ছে >১৫ গ্রাম/বডি ওয়েট। ইঁদুরের উপর প্রিক্লিনিক্যাল স্টাডিতে দেখা গিয়েছে পেঁপে পাতার গুড়া রক্তের প্লাটিলেট বাড়ানােয় উৎসাহব্যাঞ্জক কার্যকারিতা দেখায়। সাম্প্রতিক কালের ইন-ভিট্রো (ল্যাবরেটরি) গবেষণায় দেখা গিয়েছে কারিকা পাপায়া লিফ এক্সট্র্যাক্ট উল্লেখযােগ্যভাবে হেমােলাইসিস বন্ধ করে এর মেমব্রেইন স্ট্যাবিলাইজিং সামর্থ্যের মাধ্যমে। 

Dosage & Administration

কারিকা পাপায়া লিফ এক্সট্র্যাক্ট ২৫০ মিগ্রা ক্যাপসুলের নির্দেশিত মাত্রা হচ্ছে প্রতিদিন ১-২ টি ক্যাপসুল দিনে ২-৩ বার ৫-১২ দিন পর্যন্ত।

Interaction

কারিকা পাপায়া লিফ এক্সট্র্যাক্ট যদি অ্যামিওডারােন এর সঙ্গে একত্রে ব্যবহার করা হয় তাহলে অ্যামিওডারােন এর বায়ােএভেইলেবিলিটি বেড়ে যায় তাই ঔষধটির মাত্রা সমন্বয় করতে হবে। ইন-ভিট্রো (ল্যাবরেটরি) গবেষণায় দেখা গিয়েছে একত্রে কারিকা পাপায়া লিফ এক্সট্র্যাক্ট ও বিভিন্ন এন্টিবায়ােটিক সমূহ যেমনঃ পেনিসিলিন জি, এম্পিসিলিন, এমক্সিক্লাভ, সেফালােথিন, পলিমক্সিন বি, রিফাম্পিসিন, অ্যামিকাসিন, নালিডিক্সিক এসিড, জেন্টামাইসিন, ক্লোরামফেনিকল, ওফ্লক্সাসিন সেবন করলে উল্লিখিত এন্টিবায়ােটিক সমূহের কার্যকারিতা বেড়ে যায়। কারিকা পাপায়া লিফ এক্সট্র্যাক্ট ও এন্টিমাইক্রোবিয়াল এজেন্ট একসঙ্গে সেবন করলে তা জীবাণুর বিরুদ্ধে সিনার্জিস্টিক একশন দেখায়।

Contraindications

অতিসংবেদনশীলতা, গর্ভধারণ। পুরুষদের ক্ষেত্রে যাদের প্রােস্টেট জটিলতা রয়েছে যেমনঃ BPH অথবা প্রােস্টেট ক্যান্সার , তাদের জন্য কারিকা পাপায়া লিফ এক্সট্র্যাক্ট প্রতিনির্দেশিত, যেহেতু এতে করে আয়রণ এর শােষণ বাড়ে। অতিরিক্ত আয়রণ অক্সিডেটিভ স্ট্রেস বাড়াতে পারে বিশেষ করে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে। আয়রণের ওভারলােড প্রােস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকিও বাড়াতে পারে।

Side Effects

বমি অথবা বমি বমিভাব, তলপেটে ব্যাথা, বুকজ্বলা, বদহজম।

Pregnancy & Lactation

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে কারিকা পাপায়া লিফ এক্সট্র্যাক্টের ব্যবহার অনুমােদিত নয় । 

Precautions & Warnings

অ্যাসপিরিন এবং ওয়ারফারিন জাতীয় রক্ত তরল করার ঔষধ ব্যবহারকারীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। একটি প্রাণীগবেষণায় দেখা গেছে যে কারিকা পাপায়া লিফ এক্সট্র্যাক্ট যদি ওরাল হাইপােগ্লাইসেমিক কোনাে ঔষধের সঙ্গে ব্যবহার করা হয় তাহলে রক্তে গুকোজ এর মাত্রা অনেক কমে যেতে পারে। তাই রােগীর রক্তের গ্লুকোজ এর মাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ যেন হাইপােগ্লাইসেমিয়া এড়ানাে যায়।

Therapeutic Class

Herbal and Nutraceuticals

Storage Conditions

আলাে এবং আর্দ্রতা থেকে দূরে ৩০° সে. তাপমাত্রার নীচে সংরক্ষণ করুন।
Papaya Capsule 250 mg

Papaya Capsule 250 mg

Indicationsকারিকা পাপায়া লিফ এক্সট্রাক্ট নিম্ন বর্ণিত রােগসমূহে নির্দেশিত-থ্রম্বােসাইটোপেনিয়া ( প্..

15.00Tk.

Showing 1 to 1 of 1 (1 Pages)